বিশেষ প্রতিনিধি. ঈদুল ফিতরের ছুটিতে নেত্রকোণার মাতৃসদন কেন্দ্রে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা চালু ছিল। ছুটির ৪ দিনে অন্তত ১৬ মায়ের নরমাল ডেলিবারী করা হয়েছে শহরের মুক্তারপাড়া এলাকার মা ও শিশু কেন্দ্রে।
সংশ্লিষ্ট মাতৃসদন ও এলাকাবাসী সূত্র জানায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত সহ স্বাস্থ্যকর্মী ও নার্সদের উপস্থিতি নিশ্চিত ছিল। জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি (জরুরি অস্ত্রোপচারকক্ষ) ও ল্যাব সার্বক্ষণিক চালু ছিল। জরুরি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে ছুটি নির্ধারণ করা হয়।কেন্দ্রটির জরুরি ল্যাব ও এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখা হয়।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে নরমাল ডেলিভারী ১১৮ জন ৩০ জনের সিজারিয়ান ডেলিভারী করা হয়। ফেব্রুয়ারি মাসে ৭৫ নরমাল ডেরিভারী এবং ৩০ জন মায়ের সিজারিয়ান ডেলিভারী করা হয় এবং মার্চ মাসে ৯৩ নরমাল ডেলিভারি ৩৯ সিজারিয়ান ডেলিভারী করা হয়। গত বছরে ওই কেন্দ্রে নরমাল ডেলিভারী করা হয় ১২৮৯ জন এবং ২৩২ জনের সিজারিয়ান ডেলিভারি করা হয়।
নেত্রকোণা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক পাপিয়া মজুমদার যুগান্তরকে বলেন, ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে আমরা নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছি। এই ছুটির সময়ে ১৬ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারী করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৮৬ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
গত ২৮ শে মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য,জেলা শহরের এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সারা দেশে মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য ২০২৩ ও ২০২৪ জাতীয় পুরস্কার পায়।
আপনার মতামত লিখুন :