Banglarnetro
Dr. Neem Hakim

এনআইডি ডাটাবেজ নির্বাচন কমিশনের হাতে রাখার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ / ৫৬
এনআইডি ডাটাবেজ নির্বাচন কমিশনের হাতে রাখার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার নিরাপদ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় শহরের কুড়পাড় এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাচন অফিসার মো.সিহাব উদ্দিন ও সহকারি প্রোগ্রামার অলিউর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সংবিধান-এর ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। ভোটার তালিকার তথ্যভান্ডার একটি সংবিধানিক দলিল, যা কারও কাছে হস্তান্তর করার সুযোগ নেই। এটি নির্বাচন কমিশনের হাত থেকে অন্য কোথাও গেলে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। এছাড়া উচ্চ আদালতের আদেশ অনুসারে, ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে। এটি একটি সংবিধানসম্মত ও সুরক্ষিত প্রক্রিয়া, যা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে।

বক্তারা আরও বলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন হতে অন্যত্র স্থানান্তর করা হলে শুধুমাত্র ভোটার হওয়ার জন্য জনগণের আগ্রহ ও উদ্দীপনায় নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে যা ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে। উপরন্তু নির্বাচন কমিশন নিজস্ব উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি হারালে নতুন কোন উদ্ভাবনে প্রতিষ্ঠানিকভাবে নিরুৎসাহিত হবে।

 

 

 

 

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর