Banglarnetro
Dr. Neem Hakim

মদনে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ / ৭৮
মদনে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার মাঘান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন জারিয়া ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী, উপজেলা প্রশিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, মাঘান ইউনিয়ন দলনেত্রী সোনিয়া আক্তার, মাঘান ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইকবাল চৌধুরী, মাঘান ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ। ১০ দিন মেয়াদি এ প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, এই প্রশিক্ষণে আমরা জননিরাপত্তা , আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা, দেশের দুর্যোগকালীন সময়ে করণীয়, সময়োপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা। তিনি সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর