Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা


বাংলার নেত্র প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ /
নেত্রকোণায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সাভিসেস লিমিটেড (বোয়েসেল) এই অবহিত করণ কর্মশালার আয়োজন করে।

নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বোয়েসেলের সিনিয়র সহকারী সচিব মোছাঃ নাজমুন নাহার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর (প্রশাসন,মানব সম্পদ ও অর্থ) মহাব্যবস্থাপক নূর আহমেদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনম্ন লিজা, গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হাসান আল মামুন ও জর্ডান সিডনি কোম্পানি প্রতিনিধি আফরোজা খাতুন প্রমূখ।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জনসংখ্যা কোন দেশের বুঝা নয়, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিনত করতে পারলে তারা দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারেন।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর