Banglarnetro
Dr. Neem Hakim

আটপাড়ায় অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ / ২৯
আটপাড়ায় অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

ফয়সাল চৌধুরী: নেত্রকোণার আটপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২টি ঘর ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। রোববার রাত আড়াই টার দিকে জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারে খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরের মালিক রফিক তালুকদার জানান, হঠাৎ করে তেলিগাতী বাজারে আমার ঘরে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ভয়াবহ রূপ ধারণ করে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। আমার ঘরে থাকা একটি জুতার দোকান ও কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। দুইটি দোকানে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি দাবি করেন ঘরের মালিক ও দোকানের ব্যবসায়ীরা৷
আটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। খবর পেয়ে আটপাড়া ফায়ার সার্ভিসের ১টি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে যায়। আনুমানিক ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.সাজ্জাদুল হাসান জানান, তেলিগাতী বাজারে অগ্নিকান্ডের বিষয়ে অবগত আছি। উপজেলা প্রশাসন আগুনে পুড়ে যাওয়া দুই দোকানীকে সর্বোচ্চ সহযোগীতা করবে।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর