Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় নদী দখল ও দূষণরোধ শীর্ষক আলোচনা


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ২:১১ অপরাহ্ণ /
নেত্রকোণায় নদী দখল ও দূষণরোধ শীর্ষক আলোচনা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণ রোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে যৌথভাবে এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।

এআরএফবি’র চেয়ারম্যান ও বেলার নেটওয়ার্ক সদস্য দিলওয়ার খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, স্থানীয় সরকারের উপ পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোঃ মামুন খন্দকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক আবু সাইদ,জেলা জামায়াতের আমীর অধ্যাপক সাদেক আহমাদ হারিছ, শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল সরকার, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ|

আজকের আরবানের বিশেষ প্রতিনিধি আজাদ ইমরানের সঞ্চালনায় ও কৃষিবিদ মোতাসিম বিল্লাহ’র কি-নোট উপস্থাপনার মধ্যদিয়ে অনুষ্ঠানে বেলার কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ‘বেলা’র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ চন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশীজনরা এই চরম অবহেলায় জরজরিত দখল দূষণ কবলিত মগড়ার সংকটের কথা তুলে ধরেন বেলা ও স্থানীয় প্রশাসনের কাছে। পরে এসব সমস্যা নিরসনের আশ^াস প্রদান করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর