Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় ফলিত পুষ্টি সচেতনতা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ / ৬৮
নেত্রকোণায় ফলিত পুষ্টি সচেতনতা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিনদিন ব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রে পহেলা অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিনদিন এই সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বারটান নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা: আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ নূর, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, প্রশিক্ষক মোঃ রুবেল হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা,যুব উন্নয়ন, ইমাম, সাংবাদিক, মৎস্য কর্মী, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীসহ, এন জি ও কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ৩০ জনকে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি ,খাদ্য প্রক্রিয়াকরণ , খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর