বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ময়মনসিংহ রেঞ্জের নবাগত উপপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান মতবিনিময় করছেন। গত রোববার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এই মত বিনিময় সভার আয়োজন করে।
বিদায়ী পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্ব ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শাহেব আলী পাঠানের পরিচালনায় ডিআইজি ছাড়াও বক্তব্য দেন, নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক কামাল হোসাইন, বাসসের প্রতিনিধি এম ফকরুল হক, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী প্রমুখ।
ডিআইজি মো. আশরাফুর রহমান বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পর পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পুলিশ বিভাগে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে নানা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হচ্ছে। দেশে এখনো আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা নিরাপদে পালন এবং দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকসহ সর্বস্তরের লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :