বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার নেত্রকোণায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি এড রোকসানা কানিজ চৌধুরী পলমল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজা আক্তারের সঞ্চালনায় অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লিপি আক্তার, সাংগঠনিক সম্পাদক আলেয়া সিরাজ প্রমুখ।
আপনার মতামত লিখুন :