স্টাফ রির্পোটার: সামাজিক মাধ্যমে গার্মেন্টসের শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া থেকে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রোববার রাতে তাকে জেলার কেন্দুয়া উপজেলার বাদে আঠারোবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মাসুদুজ্জামানের ছেলে। তিনি সম্মিলিত বিশ^বিদ্যালয়ের অর্ন্তগত নর্দান বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হয় ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। গতকাল রোববার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশের সদস্যরা।
নেত্রকোণার পুলিশ সুপার মো: ফয়েজ আহমদ জানায়, গ্রেফতার হৃদয়কে কেন্দুয়া থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতের প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :