বিশেষ প্রতিনিধি: গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল নেত্রকোণা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সহ সভাপতি মোঃ মুশফিকুর রহমান কনক, জাহিদ খান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক জুয়েল, আলমগীর কবির রনি, ফরিদ আহমেদ, এহতেশামুল হক পুলক, সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট মাইনুল হক মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তপন খান, সদস্য সচিব মাছুম বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল হক জুয়েল, সিঃ যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান আদনান, মেহেদী হাসান মমিন, ও আহমেদ তন্ময় প্রমুখ।
সমাবেশে বক্তারা, স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে প্রতিবেশী ভারতীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের দোসরদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দাবি জানান।
আপনার মতামত লিখুন :