বিশেষ প্রতিনিধি. ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও উপাসনালয়-মন্দির ভাংচুরের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করে।
হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রথমে শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সমাবেশে মিলিত হন। সমাবেশে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা নির্মল কুমার দাস, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, ইসকনের অধ্যক্ষ জয়রাম প্রভু ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, নেত্রকোনা শাখার সহসাধারণ সম্পাদক মানিক তালুকদার, দীপক সরকার, মহাদেব পাল, নিরঞ্জন হাজং প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, সংখ্যালঘু নির্যাতনে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্ত মন্দির-উপাসনালয়গুলোর সংস্কার সাধন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
সিতাংশু বিকাশ আচায বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের সকল বর্ণের, সকল গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে যেভাবে হিন্দুদের ওপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, তা দেখে আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা আর কাঁদতে চাই না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরাও এ দেশের নাগরিক। আমাদেরও নিরাপদে বাঁচার অধিকার আছে। যেসব স্থানে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটাচ্ছে আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হোক। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ ও সম্প্রীতির বাংলাদেশ।’
আপনার মতামত লিখুন :