স্টাফ রির্পোটার. নেত্রকোণা সদর উপজেলার কেগাতী ইউনিয়নের হাতকুন্ডলী গ্রামে আ: রাজ্জাকের নিজ বাড়ীর খড়ের গাদায় গত ৯ আগস্ট আগুন লাগিয়ে প্রতিপক্ষ মো: শাফায়েত উল্লাহকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন বন্দ্যপাটলি গ্রামের শাফায়াত উল্লাহ।
শনিবার আগষ্ট হাতকুন্ডলী গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায় হাতকুন্ডলী গ্রামের আ: রাজ্জাক ও বন্দ্য পাটলি গ্রামের শাফায়াত উল্লাহ পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার আটটার দিকে আ: রাজ্জাকের বাড়ীতে থাকা খড়ের গাদায় আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে দেখে আগুন নিভে গেছে। পরবর্তীতে পুনরায় আগুনের সুত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা মিয়া বলেন, গতরাতে হঠাৎ আগুন লেগেছে চিৎকার শুনে রাজ্জাকের বাড়ীতে আমরা শতাধিক গ্রামবাসী গিয়ে দেখি খড়ের গাদায় ছোট্ট একটু অংশে আগুনে পুড়ে গেছে। কিছুক্ষণ পর আবারও আগুনের সুত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান আ: রাজ্জাক ও শাফায়াত উল্লাহ পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে পুঁজি করে বর্তমানে পরিস্থিতি ঘোলাটে করার জন্য তৃতীয় পক্ষ আগুন লাগাতে পারে।
আরেক প্রত্যক্ষ্যদর্শী রোকন মিয়া ও সালাম মিয়া বলেন, শনিবার রাতে মসজিদের হুজুরের বাড়ী যাওয়ার পথে আ: রাজ্জাকের ছেলে জাহাঙ্গীরকে তাদের নিজের খড়ের গাদায় আগুন দিতে দেখেছেন তিনি।
এ ব্যাপারে আঃ রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন, গত ৫ তারিখ আমার বাড়ীর পাশে দোকানে শাফায়েতের সাথে আমার দুই ভাইয়ের মারামারি হয়। এতে আমার দুই ভাই আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রাতে আমার বাড়ীতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমি সন্দেহ করছি শাফায়েত আমার বাড়ীতে আগুন দিয়েছে। আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
অভিযোগকারী শাফায়াত উল্লাহ বলেন, গত ৬ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় আ: রাজ্জাকের ছেলে জসীম বাড়ীর পাশে চা স্টলে আমার উপর অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে।পরবর্তীতে স্থানীয়রা এটা সমাধান করা হয়। গতরাতে রাজ্জাকের বাড়ীতে নিজেরাই আগুন লাগিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এঘটনার বিচার চাই।
আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম বলেন, হাতকুন্ডলী গ্রামে আগুন লাগার খবর পেয়ে আমরা গিয়ে দেখি আঃ রাজ্জাকের বাড়ীতে খড়ের গাদায় হালকা আগুন লেগেছে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আপনার মতামত লিখুন :