Banglarnetro
Dr. Neem Hakim

রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ / ১৮
রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ

দুর্গাপুর প্রতিনিধি: শিক্ষার্থী হয়রানী বন্ধ ও সারাদেশের রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারে দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি কর্মসুচীতে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সদস্য সামছুল আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনগনের ওপর আইনবিরোধী নিপিড়ন-নির্যাতন ও অহেতুক হয়রানি বন্ধ এবং রাজপথ থেকে সরকারি পেটোয়া বাহিনী প্রত্যাহারের দাবী জানাই। পেটোয়া বাহিনী দিয়ে কোনদিন যৌক্তিক আন্দোলন বন্ধ করা যায়না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষার্থীদের রক্ত ঝড়ুক আমরা চাইনা। অহেতুক মিথ্যা মামলা বন্ধ সহ শিক্ষাঙ্গন খুলে দেয়ার দাবী জানানো হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর