Banglarnetro
Dr. Neem Hakim

২ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৪:০১ অপরাহ্ণ / ৫৫
২ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

কোটাবিরোধী আন্দোলনে টানা দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় রাস্তার উভয় পাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়।বুধবার (১০ জুলাই) বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সরিয়ে নেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন করে। তবে টানা দুই ঘণ্টা অবরোধ থাকায় বিকাল ৫টার দিকে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। বতর্মানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

এর আগে কোটা ইস‍্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখান করে এই মহাসড়ক অবরোধ করার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্যমূলক কোটা প্রথা দেশের ছাত্র সমাজ মানে না। এতে মেধাবীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য সংবিধান পরিপন্থী।

Source link

স্বাস্থ্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর