Banglarnetro
Dr. Neem Hakim

হাবিপ্রবি ও চুয়েটে সর্বাত্মক কর্মবিরতি পালন


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ / ৪১
হাবিপ্রবি ও চুয়েটে সর্বাত্মক কর্মবিরতি পালন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা অ্যাকাডেমিক ভবনের নিচে ঘণ্টাব্যাপি এ অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি শিক্ষক সমিতি।

এছাড়া বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ব্যানারে ড. এম ওয়াজেদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। একইসঙ্গে ড.মুহাম্মাদ কুদরাত-এ-খুদা অ্যাকাডেমিক ভবনের পাশে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন হাবিপ্রবির কর্মচারীরা।

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত  প্রজ্ঞাপন প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দেশব্যাপী  চলছে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান  কর্মসূচি। তারই ধারাবাহিকতায় হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এসব কর্মসূচী পালন করেন। এতে করে, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস,পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং ইউজিসি কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলের দাবিতে টানা অষ্টম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

Source link

স্বাস্থ্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর