Banglarnetro
Dr. Neem Hakim

গাজায় গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় কবি লেখকদের অবস্থান কর্মসূচি


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ / ৮৬
গাজায় গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় কবি লেখকদের অবস্থান কর্মসূচি
বিশেষ প্রতিনিধি. গাজায় গণহত্যার প্রতিবাদ ও তা বন্ধের দাবীতে নেত্রকোনায় কবি লেখকদের কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের মুক্তারপাড়া খালেদদাদ চৌধুরী মুক্তমঞ্চে এই প্রতিবাদ করা হয়।
কর্মসূচিতে কবি এনামূল হক পলাশের সভাপতিত্বে নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান,  অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক ননী গোপাল সরকার, কবি স্বপন পাল, সুফি কবি এনামূল হক পলাশ, কবি কামাল হোসাইন, উদীচীর সম্পাদক মো. আলমগীর,জেলা জাসাসের সভাপতি সাদমান পাপ্পু, প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী,কবি তানভীয়া আজিম,কবি মৃনাল চক্রবর্তী, কবি আনিসুর রহমান, গোলাম রাব্বি, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল  কবি তানভীয়া আজীম, কবি ইউসুফ খান , কবি হেপি সরকার,  কবি দেবব্রত দাস, কবি শোকরান খান, সজীব সরকার প্রমুখ। অনুষ্ঠানে অবিলম্বে গাজায় গণহত্যার বন্ধ করার দাবী জানান।

কবি এনামূল হক পলাশ সকলের পক্ষে গণমাধ্যমের জন্য বিবৃতি পাঠ করেন,  ‘ইসরায়েলি আগ্রাসনের নৃশংস আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী, পুরুষ এমনকি শিশুরাও নির্বিচারে বোমাবর্ষণে নিহত হচ্ছে। তবুও, বিশ্ব এখনও উদ্বেগজনকভাবে নীরব। এমনকি রাজনৈতিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলিও কোনও অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। এই নীরবতা ইসরায়েলি বাহিনীকে আরও সাহসী করেছে, যারা নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।

কয়েক মাস ধরে, এই আগ্রাসন হাজার হাজার ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিয়েছে। অসংখ্য বাবা-মা তাদের সন্তানদের হারিয়েছেন এবং অনেক শিশু এতিম হয়েছে। কোনও জায়গাই বাদ পড়েনি – এমনকি মসজিদ, স্কুল, হাসপাতালও নয়। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। নিরীহ ফিলিস্তিনিরা এখন বিশ্ব বিবেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন করছে।

আমরা, “নেত্রকোণা সাহিত্য সমাজ” অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে , গত ৭ এপ্রিল “দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” বিশ্বব্যাপী প্রচারণার সাথে আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর