Banglarnetro
Dr. Neem Hakim

কেন্দুয়ায় সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ / ৪৩
কেন্দুয়ায় সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার

কেন্দুয়া প্রতিনিধি. নেত্রকোণার কেন্দুয়ায় তারা মিয়া (৬৯) নামে এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই উপজেলার সাঁতারখালি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা।

নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের (সবজি) ভ্রাম্যমান ব্যবসা করেতেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে বাড়ি থেকে ব্যবসার মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি শুক্রবার রাতে বাড়ি ফেরেননি। পরে তার স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যবসায়ীর সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত তারা মিয়ার ভাই সোলেমান মিয়া জানান, তার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না তার পরিবার। লাশের চোখ-মুখ ও কানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের পাশিাপাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর