Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় দ্রব্যমূল্য বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ২, ২০২৫, ২:১৭ অপরাহ্ণ / ৩৫
নেত্রকোনায় দ্রব্যমূল্য বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট

বিশেষ প্রতিনিধি: রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে নেত্রকোনা জেলা শহরে বাজার মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসন। রোববার দুপুরে শহরের ছোট বাজার সুপার মার্কেট, মেছুয়া বাজার, বড়বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়।


এসময় মোবাইলকোর্ট পরিচালানায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ^াস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, সিনিয়র সহকারি কমিশনার আমিনা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ সহ প্রশাসনের কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, সোয়াবিন তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের মূল্য রমাজানে বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত বাজার মনিটরিং করা সহ নজরদারী বাড়ানো হবে বলেও জানান তিনি।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর