বিশেষ প্রতিনিধি: ‘মায়ের ভাষায় বই’ এই স্লোগানকে ধারণ করে দেশের বিভিন্ন অঞ্চল ও ভাষাভাষী জনগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণ, সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে চলচ্চিত্র প্রযোজনাভিত্তিক প্রতিষ্ঠান ক’আয়োজিত এবং উদীচী, নেত্রকোণা জেলা সংসদের সহযোগিতায় তিনব্যাপী মাতৃভাষায় চলচ্চিত্র ও কন্টেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫-২৭ ফেব্রুয়ারি অজহররোডস্থ জেলা সংসদের কার্যালয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন উদীচী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সঙ্গীতশিল্পী নারায়ণ কর্মকার, কর্মশালার সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম, কন্টেন্ট নির্মাতা ও অভিনেতা ভাইসাব’ খ্যাত সামিউল হক ভূঁইয়া, চিত্রগ্রাহক খালেক সাদমান, চলচ্চিত্র নির্মাতা রাজন তালুকদার। কর্মশালায় চলচ্চিত্র ও কন্টেন্ট নির্মাণের ধারণা, চিত্রগ্রহণের মৌলিক পাঠ, স্বল্পদৈর্ঘ ও ডকুমেন্টরি চলচ্চিত্র নির্মাণের বিষয়বস্তু বিষয়ে অংশগ্রহণকারীরা ধারণা লাভ করে। মাঠ পর্যায়ে নিজেরা কন্টেন্ট নির্মাণ করে প্রদর্শনীও করেন। মোট ৩০জন অংশগ্রহণকারী এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :