ফয়সল চৌধুরী : নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ গ্রন্থাগার আয়োজনে জেলা সরকারি গণ গ্রন্থাগারে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সজল কুমার বিশ্বাস, মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালু।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :