Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ / ২১
নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

ইয়াসিনুর রহমান: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নেত্রকোণায় র‌্যালী, আলোচনা সভা ও প্রবাস মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর টিটিসি প্রাঙ্গণে জেলা প্রশাসন, টিটিসি ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এইসব অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

দুপুর ১২টার দিকে টিটিসি সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোঃ হায়দারুজ্জামান, ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান এ টি এম শাহরিয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের শাখা প্রধান গোলাম মোঃ সাখারিয়া, জেলা প্রেসক্লাবে সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ, সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসী সাইফুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বিদেশ যাওয়ার আগে প্রত্যেককে যে দেশে যাবে সেই দেশের ভাষা শিখে যে কাজ করবে সেই কাজ ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে দিনব্যাপী প্রবাস মেলার আয়োজন করা হয়।

 

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর