Banglarnetro
Dr. Neem Hakim

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ / ৬২
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ

ইয়াসিনুর রহমান: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে তার নিজ জেলা নেত্রকোণায় বিক্ষোভ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

দুপুর দুইটা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বেলা ১১টা থেকে লুৎফুজ্জামানের নির্বাচনী এলাকা মদন-মোহনগঞ্জ- খালিয়াজুরি উপজেলা ছাড়াও জেলার প্রায় সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। এতে করে সমাবেশ স্থল ছাড়িয়ে শহরের প্রধান সড়কে হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভ করেন। এ সময় পুরো শহরে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আনোয়ারুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম এবং এস এম মনিরুজ্জামান দুদু। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, সাবেক সভাপতি অ্যাড. নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. মাহফুজুল হক, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান খানসহ জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।কর্মসূচিতে ১০ উপজেলার ৫ পৌরসভা ও ৮৬ ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে ১৭ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। অবশ্য এর মধ্যে আলোচিত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কিছু মামলা থেকে তাঁকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আর যেসব মামলা বিচারাধীন রয়েছে তা থেকে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান বক্তারা।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সব এলাকার প্রচুর উন্নয়ন করেন।

 

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর