বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্যবিরোধী ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সামনে ডিসি অফিসের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, ২০১৬ সাল থেকে ডিপ্লেমা ইন লাইভস্টক কার্যক্রমের আওতায় নেত্রকোনা সহ দেশের ৭ টি এলাকায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের কোর্স শুরু করলেও নিয়োগ বিধি সংস্কার না করে পূর্বের নিয়মেই নিয়োগবিধিমালা প্রকাশ করে জনবল নিয়োগের পায়তারা চলছে। ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অগ্রাধিকার না দিয়ে ঘুসের বিনিময়ে নিয়োগের পায়তারা করছে বলেও অভিযোগ তুলেন তারা।
তারা আরো বলেন, ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের পরিবর্তে পূর্বের নিয়মে টেকনিক্যাল পদ সমুহের নিয়োগ যোগ্যতায় সাধারণ শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে ২০২৩ সালে নিয়োগ বিধিমালা প্রকাশ করে। যা লাইভস্টক ডিপ্লোমাধারীদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা ওই নিয়োগ বিধি সংস্কার করে ডিপ্লোমাধীরীদের একক নিয়োগ দেওয়ার আহবান জানাই। আন্দোলন কারী শিক্ষার্থীরা অবিলম্বে নিয়োগ বিধি সংস্কার করে নিয়োগ প্রদানের আহবান জানান। দাবী না মানলে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়।
এসময় শিক্ষার্থীরা প্রাণি সম্পদ অধিদপ্তরে ক্যাডার বর্হিভুত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মচারী নিয়োগবিধিমালা ২০২৩ এর ৫৫ থেকে ৬১ বর্ণিত পদসমুহের সংস্কার দাবী করেন। ইউনিয়ন প্রাণিসম্পদ সেবাকেন্দ্রে নবসৃষ্ট ২০১৭ টি ভিএফএ পদে স্নাতক বিজ্ঞানের পরিবর্তে ডিপ্লোমাধারীদের একক নিয়োগের দাবী ও ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতিস্বরূপ প্যারাভেট নিবন্ধন প্রদানের দাবী করা হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম, শিহাব উদ দৌলা, দেলোয়ার হোসেন শরীফ, নওসীন আক্তার, মাহমুদুল হক সাগর প্রমুখ।
পরে শিক্ষার্থীরা নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে স্মরকলিপি দেন।
আপনার মতামত লিখুন :