বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া অপপ্রচার ও পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতের মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলা মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় জেলা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন আয়োজনে এই বিক্ষোভ করা হয়।
সভাপতিত্ব করেন জেলা খেলাফত যুব আন্দোলনের আহবায়ক মাওলানা আতাউল্লাহ সাদী, সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, মাওলানা খাইরুল বাশার, হেফাজত নেতা, মাওলানা আবদুল বারী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মাওলানা দিলোয়ার হোসাইন, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু সাহা, মাওলানা রিয়াদ তালুকদার, মাওলানা হযরত আলী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মাওলানা মিজানুর রহমান, মুফতি মুসা, মাওলানা সোলাইমান হাকিম নুরী প্রমুখ|
‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডার’ প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখলাম প্রতিবিপ্লবের স্বপ্ন নিয়ে কিছু হিন্দুত্ববাদী সংগঠন হঠাৎ করে সরগরম হয়ে উঠেছে। গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিবাদ এবং বর্তমান বাংলাদেশের অস্থিরতার পেছনে আওয়ামী লীগ একা দায়ী নয়। পেছনে হিন্দুস্তানের আধিপত্যও রয়েছে। নেত্রকোনায় হিন্দুদের ওপর হামলার মিথ্যা সংবাদ প্রচার করে শান্ত পরিবেশকে উসকে দেওয়ার চেষ্টা চলছে। আমরা এর প্রতিবাদ জানাই।’
এসময় সদর পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রিতির এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :