Banglarnetro
Dr. Neem Hakim

মদনে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল,সংবাদ সম্মেলন


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ / ৯৬
মদনে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল,সংবাদ সম্মেলন

মদন থেকে আঃ লতিফ মোতাহার: নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এরপর স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় অনিয়মের অভিযোগ তোলে তাকে অপসারণের দাবীতে মিছিল করে। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে মদন প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন।

এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো: কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ। সংবাদ সম্মেলনে স্বারক লিপি পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। স্বারক লিপিতে ভারপ্রাপ্ত ইউএনও রেজোয়ান ইফতেকারের সেবা প্রার্থীদের সাথে অসদাচারণ, ডিলার নিয়োগে অনিয়ম, জল মহাল নিয়ে দুর্নীতিসহ নানান অভিযোগ উল্লেখ করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

তবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার বলেন,তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। স্থানীয় কয়েকজন ব্যক্তির স্বার্থ হাসিল না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবী করেন তিনি।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর