বিশেষ প্রতিনিধি. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘নেত্রকোনা তৌহিদী জনতা এবং খেলাফত আন্দোলনের ব্যনারে এই কর্মসূচির পালন করা হয়।
প্রথমে শহরের বড়বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে খেলাফত ছাত্র আন্দোলন সদর উপজেলার সভাপতি হাফেজ সাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ বিন ইয়ামিনের সঞ্চালনায় বক্তব্য দেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আবদুর রহিম, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরীয়া চৌধুরী হেলিম, জেলা হেফাজত নেতা মুফতি আবদুল বারী, মুফতি হাবিবুল্লাহ খান, মুফতি মাসুদ পাঠান, মাওলানা মোস্তফা জিহাদী, হাফেজ মো. তোফাজ্জল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসাইন প্রমুখ।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আবদুর রহিম বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্ট্রান এক সঙ্গে মিলে মিশে আছে। পৃথিবীরে কোন দেশে এমন সম্প্রীতি লক্ষ্য করা যায় না। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘক (ইসকন) দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছে। এই সংগঠনটি ধর্মকে পুজি করে ‘জঙ্গি’ কার্যক্রম চালাচ্ছে। এরই মধ্যে প্রমাণ হয়েছে এটি একটি ‘জঙ্গি সংগঠন’। গত মঙ্গলবার চট্টগ্রামে প্রকাশ্যে সংগঠনের লোকজন আইনজীবী সাইফুল ইসলামে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।’
আপনার মতামত লিখুন :