Banglarnetro
Dr. Neem Hakim

গৌরীপুরে স্থাপনা উচ্ছেদ করে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ /
গৌরীপুরে স্থাপনা উচ্ছেদ করে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বুধবার বালুয়া খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, শতাধিক কাঁচা ল্যাট্টিনের ময়লায় পানি দূষণ দূষণরোধে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বক্সকালভার্ট নির্মাণের পায়তারা বন্ধকরণ ও খাল পুনঃখননের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারক প্রদান কর্মসূচী পালিত হয়েছে। পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ‘গৌরীপুর পৌরবাসী’ ব্যানারে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, মৎসজীবীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তরা বলেন, দখল ও দূষণের কারণে বালুয়া খাল দিন দিন ছোট হয়ে আসছে। প্রতি বছর বর্ষায় খালের দু’কূল পানিতে ছাপিয়ে খাল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় খাল সংলগ্ন এলাকাবাসীকে। অপরিকল্পিত ভাবে খালের মাটি কাটার কারণে খাল সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইটিং ধসে পড়ায় সড়কে ভাঙন দেখা দিয়েছে। আমাদের দাবি দখল ও দূষণ রোধ করে বালুয়া খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খাল পুনঃখনন প্রয়োজন।

তারা আরও বলেন, খালের ভিতরে বক্স কালভার্ট নির্মাণ করায় হাজার হাজার একর জমিতে জলাবদ্ধতা ও আমন মৌসুমে ফসলি খেত তলিয়ে যাচ্ছে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় পৌর শহরের সতিষা, পূর্বদাপুনিয়া, পশ্চিমদাপুনিয়া, মাস্টারপাড়া, নিমতলী, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ, নওয়াগাঁও, গোপীনাথপুর, ২নং গৌরীপুর ইউনিয়নের সাতুতী, ইউসুফাবাদ, ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া এলাকায় জলাবদ্ধতা শিকার হচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বালুয়াপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী সো. শফিকুল ইসলাম, এনজিও কর্মকর্তা মো. হাবিবুর রহমান জনি, মো. আল-মামুন, ডা. বুলবুল আহমেদ, ইসলাম উদ্দিন, মো. রমজান মিয়া, মো. লেবু মিয়া, মো. আবুল কালাম, মো. আব্দুল কাদির, মো. নূরুল হক, মো. আবুল কাশেম, মো. খায়রুল ইসলাম, বিকাশ চন্দ্র দাস, মো. আজিজুল হক, মো. শামসুদ্দিন, মো. আয়নাল হক, রিয়াজুল ইসলাম শুভ প্রমুখ।

মানবনন্ধন শেষে এলাকাবাসী বালুয়াপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে একই দাবিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, বালুয়া খালের দখল, দূষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে এলাকাবাসীর কাছ স্মারকলিপি পেয়েছি। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর