বিশেষ প্রতিনিধি: ২০২৩ সনের ২৯ জুলাই যখন ফ্যাসিস্ট রিজম ক্ষমতায় ছিল। তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। ওই ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও উল্লেখ আছে। অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত একটা পার্লামেন্ট থাকবে আরেকটা হল সমাজের বিভিন্ন শ্রেণীর অভিজ্ঞদের নিয়ে আরেকটা পার্লামেন্ট। যেনো অভিজ্ঞরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। ৩১ দফা প্রস্তাবেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে। এটি এমন একটি আইনসভা হবে যা দুটি পৃথক কক্ষ নিয়ে গঠিত হবে,যেখানে একটি কক্ষকে ‘উচ্চ কক্ষ’ এবং অন্যটিকে ‘নিম্ন কক্ষ’ হিসেবে বিবেচনা করা হবে। মূলত, এই ধরনের আইনসভায় আইন প্রণয়নে ক্ষমতার ভারসাম্য বা ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নিশ্চিত করা হয়। নেত্রকোণার দুর্গাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রোগাক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি আহবায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেছ গনিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, সম্প্রতি অব্যাহত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় দুর্গাপুর ও কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ড্যাবের বিভিন্ন বিভাগের ৩০ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় দুই হাজার রোগী দেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
দুর্গম সীমান্ত অঞ্চলে বন্যায় ক্ষতি গ্রস্থ অসহায় দুস্থ ও হতদরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে ওষুধ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :