বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরের পাচুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবন ও আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ রাখার অপরাধে দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামীদেরকে নেত্রকোনা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার রাতে পাচুরা এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত এই দণ্ডাদেশ দেন ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালেকুজ্জান মিয়া ও একই এলাকার ওয়াজেদ আলীর ছেলে সাইদুল ইসলাম ( ২৮)।
৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর নাজমুজ সাকিব জানান, কলমাকান্দা উপজেলা সদরের পাচুরা এলাকায় সেনাবাহিনীর চেকপোষ্টে যৌথ অভিযানে দুইজনকে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতেই আসামীদের নেত্রকোনা জেলা কারাগারে দণ্ডপ্রাপ্তদেরকে প্রেরণ করা হয়েছে।
এদিকে জেলার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে যৌথবাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় তনয় সাহা (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় সোমেশ্বরী লাক্সারিয়াস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর। এসময় হোটেলের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ও হোটেল ব্যবস্থাপনা আইনে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলকেও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত তনয় সাহা নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরকোনো ইউনিয়নের তপন সাহার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :