বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় দুই বাংলাদেশী নাগরিককে ভারতে পাচারকালে ভারতীয় ও বাংলাদেশি দুই মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার ১১টার দিকে পরিমল দেবনাথ ও তার মেয়ে প্রিয়াংকা দেবনাথকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে ৩১ বিজিবির সদস্যরা। এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান।
তিনি আরও জানান, ৩১ ব্যাটালিয়নের জেলার দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মনতলা থেকে বিজিবির টহল দল বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬) নামে ১ ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য ও অজিত দেবনাথ নামের একজন বাংলাদেশী সহযোগীকেও আটক করা হয়। আটক হওয়া বিনয় কৃষ্ণ দেবনাথ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর দোয়ার জেলার শামুকতলা থানার পশ্চিম চেপনী গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে। বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের দেবেন্দ্র দেবনাথের ছেলে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৩৮ হাজার ২৯০ রুপি জব্দ করা হয়।
অন্যদিকে পাচারের উদ্দেশ্যে আনা তরুণী বাংলাদেশী নাগরিক প্রিয়াংকা দেবনাথ কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের পরিমল দেবনাথের মেয়ে ও পরিমল দেবনাথ (৪০) একই গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে। এসময় বাংলাদেশী ৫,৪৬৯ টাকাসহ তাদেরকেও আটক করা হয়েছে।
আটকদের ভারতীয় রুপি এবং বাংলাদেশী টাকাসহ দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র বলছে, আটক হওয়া পাচারকারীরা দীর্ঘদিন যাবত বাংলাদেশ থেকে মানবপাচার করে আসছিল। জেলার দূর্গাপুর বাড়ইপাড়া এলাকার দিগেন্দ্র দেবনাথের ছেলে জীবন দেবনাথ (২২) এর সহযোগীতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল। ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে তারা আরও সক্রিয় হয়ে ওঠে।
বিজিবি’র ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান সম্প্রতি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। কলমাকান্দার লেঙ্গুরা স্কুল মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করে সীমান্তে অবৈধভাবে চলাচল বন্ধে কঠোর নির্দেশেনা দেন। এরপর থেকে আরও তৎপর হয় স্থানীয় বিজিবির সদস্যরা।
জানতে চাইলে সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সীমান্তের চোরাচালান ও মানব পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। টহল সহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। সীমান্তের চোরাচালানসহ আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে বিজিবি।
আপনার মতামত লিখুন :