দুর্গাপুর প্রতিনিধি. নেত্রকোণার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, হাজেরা খাতুনের প্রথম স্বামীর ছেলের নাম জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। মা হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন। কিছুদিন আগে ছোট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় ছোট ছেলেকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা খাতুন। ঘটনার দিন সকালে রান্না করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এসে পুলিশে খবর দেয় এবং রহিমা খাতুনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারনা করেন।
স্থানীয় নারী ইউপি সদস্য সখিনা খাতুন বলেন, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনেছি। পরে তার মা জগড়া থামিয়ে দুই ছেলেকে দুইদিকে পাঠিয়ে দেয় সেসময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যায় এবং মারা যায়।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, সখিনা খাতুনের লাশের সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :