আটপাড়া প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান দূর্গা পূজা উপলক্ষে আটপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলার ৩৮ টি দূর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের পূজা উদযাপনে সরকারি নিদের্শনা তুলে ধরেন। প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত শান্তিপূর্ন ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির আহবায়ক মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব খসরু আহমেদ , যুব দলের সদস্য সচিব নূর ফরিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল দত্ত, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, দৈনিক আজকের পত্রিকা ও দ্যা ডেইলি পোস্টের আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, তেলিগাতী বাজার দূর্গা ও কালী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইসলামি সমমনা সকল দলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
সভায় সবাই একসাথে যাতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :