Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় পল্লীবিদ্যুতের গ্রাহকের ভোগান্তি ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ /
নেত্রকোণায় পল্লীবিদ্যুতের গ্রাহকের ভোগান্তি  ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় পল্লীবিদ্যুতের গ্রাহকের ভোগান্তি কমাতে বৈষম্য দূরীকরণে সোমবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
তিন ঘণ্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন বারহাট্টা পল্লী বিদ্যুত সমিতির এজিএম ইঞ্জিনিয়ার মনির হোসাইন, দুর্গাপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম দেলোয়ার হোসেনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নিন্মমানের পল্লী বিদ্যুতের মিটারে, ক্যাবল সংযোগ না থাকলেও মিটারের চাকা ঘুরে অটো বিল উঠে। অতিরিক্ত বিল আসায় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়। এতে বিড়ম্বনা পরে জেলার প্রায় ছয় লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক। পল্লী বিদ্যুতের কর্মকতার্দের পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে সকল বৈষম্য দূর করা, চাকুরী স্থায়ীকরণ সহ হয়রানি বন্ধ, গুণগত মান সম্পন্ন সামগ্রি ক্রয় করে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধ করার দাবী জানানো হয়।

এসময় বক্তারা আরো বলেন, সমিতির তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।পল্লী বিদ্যুতে কর্মরতরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর