Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ লাখ টাকার মালামাল জব্দ


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ /
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ লাখ টাকার মালামাল জব্দ

কলমাকান্দা প্রতিনিধি. নেত্রকোণার কলমাকান্দায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫০০ কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া ওই এলাকার একটি গুদাম ঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ৬ হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। তাছাড়া ওই গুদাম ঘর থেকে ৪ লাখ ৯ হাজার ৩২০ টাকা মূল্যের ৩ হাজার ৪১১ কেজি গুড় জব্দ করা হয়। এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
এ ব্যাপারে বিজিবি কর্তৃক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। গত শনিবার বিজিবির ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লেংগুরার বিওপি ক্যাম্প পরিদর্শন করেন। পরে জনসাধারণের সাথে চোরাচালান বিরোধী এক মতবিনিময় সভা করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর