Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় নিরাপদ প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময়


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ / ৪৯
নেত্রকোণায় নিরাপদ প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের শিবগঞ্জ রোড এলাকায় স্বাবলম্বীর সম্মেলন কক্ষে সিরাক-বাংলাদেশ এই সভার আয়োজন করে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও সিরাকের উপপরিচালক মো. সেলিম মিয়ার পরিচালনায় বক্তব্য দেন, নেত্রকোনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ সরকার, চিকিৎসক পাপিয়া মজুমদার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক চিকিৎসক মো. ফিরোজ খান পাঠান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম খান, নগর মাতৃসদন স্বাস্থকেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মঈনউদ্দীন, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক কামাল হোসাইন প্রমুখ। প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাকের প্রোগ্রাম কর্মকর্তা সংগীতা সরকার।

জানা গেছে, সিরাক-বাংলাদেশের ‘নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন’ প্রকল্পটির আওতায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নেত্রকোনা সদর উপজেলায় সরকারি ও বেসরকারি ৮টি স্বাস্থ্যকেন্দ্রে সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কমিউনিটি ক্যাম্পেইন, মোবাইল অ্যাপ্লিকেশন, কেন্দ্রসমূহের সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০ শতাংশ শর্য্যাসহ সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদানসহ প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর