বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরদের কোন ছাড় দেয়া হবে না। ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পর পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পুলিশ বিভাগে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে নানা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হচ্ছে। বিগত দিনে পুলিশও বৈষম্যের শিকার হয়েছে। তাই এখন পুলিশেও ব্যাপক সংস্কার চলছে। দেশে এখনো আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে ও নিরাপদে পালন এবং দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে রোববার বিকেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম; বিদায়ী পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা নির্মল কুমার দাস, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সম্পাদক লিটন পন্ডিতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগসহ আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে রেঞ্জ ডিআইজি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সাথে দুর্গাপূজা উদযাপনে দায়িত্ব পালন করবে মর্মে সকলকে আশ্বস্ত করেন এবং সকলের সহেযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :