বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ইউপিনন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইন বর্হিভূত কাজের অভিযোগ ওঠেছে। ওই উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা ও সচিব রফিকুল ইসলাম ফকিরের বিরুদ্ধে জেলা প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের সদস্য ও সচেতন নাগরিকের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মতিয়র রহমান, সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া আক্তার, তারমিনা খাতুন ও তাছলিমা খাতুন। সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, নজরুল ইসলাম, পারভেজ আকন্দ, শহীদ মিয়া, আইনাল হক মৃধা, জাহাঙ্গীর আলম ও মোঃ সুমন খাঁ প্রমুখ।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা। তিনি স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের প্রভাবে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চেয়ারম্যান রানা ও পরিষদের সচিব রফিকুল ইসলাম ফকির যৌথ একাউন্ডের টাকা ১৬টি চেক জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচী (ই জি পি ই) প্রকল্পের ১৯৩ জন সুবিধাভোগীর মোবাইল সীম কৌশলে তার কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করারও অভিযোগ তোলা হয়। এছাড়া অবকাঠামো উন্নয়ন কর্মসূচী টি আর, কাবিখা, কাবিটা, হাট বাজার, ফেরী ঘাট ইজারা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বিতরণ, গভীর নলকুপ স্থাপনে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা নেশাগ্রস্থ, জুয়াখোর, দুর্নীতিবাজ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা ও ইউপি সচিব রফিকুল ইসলাম ফকিরের অপসারণ দাবী করেন।
আপনার মতামত লিখুন :