নেত্রকোণায় নাটাবের মতবিনিময় সভা
বাংলার নেত্র
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ২:৫৮ অপরাহ্ণ /
৯
বিশেষ প্রতিনিধি : জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) নেত্রকোণা জেলা শাখার আয়োজনে বুধবার পৌর শহরের বড় বাজার এলাকায় সিএফসি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যক্ষা নিয়ন্ত্রণে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাইল ইসলাম শাহীন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, নেত্রকোণা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ মাহফুজুর রহমান জয়।
এসময় উপস্থিত ছিলেন, যক্ষা নিরোধ সমিতির ফিল্ড লেভেল স্টাফ মোহাম্মদ আলমগীর হোসেন, সাংবাদিক সালাহ উদ্দীন খান রুবেল সহ বিভিন্ন মসজিদের ত্রিশজন ইমাম ও মুয়াজ্জিন।
আপনার মতামত লিখুন :