Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণার সীমান্তে বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে সড়ক সংস্কার


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ / ১৮
নেত্রকোণার সীমান্তে বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে সড়ক সংস্কার

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণার দূর্গাপুর উপজেলার সীমান্তের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামের ২ কিলোমিটার কাঁচা সড়ককে সংস্কার করা হয়েছে। স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্য ও ছাত্র-জনতার উদ্যোগে সোমবার এ সড়কের সংষ্কার কাজ করা হয়। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে সড়কটির বিভিন্ন জায়গায় মাটি সরে গিয়ে ভাঙন দেখা দেয় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

জানা যায়, সড়কটি মানুষের চলাচলের উপযোগী করতে নেত্রকোণা বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজের সঙ্গে স্থানীয় লোকজনও এগিযে আসেন। ইউপি সদস্য মো. জহিরুল হক জানান, সবার সহযোগিতায় কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে। বৃষ্টির কারণে সড়কটির অবস্থা নাজেহাল হয়ে যায়। ফলে নিত্য চলাচলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। মানুষের এ দুর্ভোগ লাঘবে মানবিক দিক বিবেচনায় নিজ নিজ জায়গা থেকে ছাত্র-জনতা এগিয়ে এসেছে। রাস্তা সংষ্কারের কারণে বর্তমানে ভরতপুর গ্রামের জনসাধারণের মাঝে স্বস্তি ফিরেছে।

স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধি মো. মাহবুব আলম বলেন, বিজিবি সীমান্তে বাংলাদেশের সুরক্ষা দিতে সদা জাগ্রত। এবার মানবতার কল্যাণে সীমান্ত সংলগ্ন গ্রামের মানুষের চলাচল নির্বিঘ্ন করতেও বিজিবি সদস্যরা এগিযে এসেছে। সড়ক মেরামত কাজে তাদের সহযোগিতা বেশ প্রশংসিত হয়েছে। স্থানীয় লোকজনও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর