Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ / ১৬
মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জ প্রতিনিধি. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণায় মোহনগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আদর্শনগর বাজারের সামনের সড়কে বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।

বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থানে জড়ো হন। এসময় তাঁরা লুৎফুজ্জামান বাবরের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ ক ম শফিকুল হক,পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সুয়াইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুছ সাদি চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে সেলিম কার্নায়েনের বলেন, লুৎফরজ্জামান বাবর এলাকায় জননন্দিত নেতা। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে এলাকায় প্রচুর উন্নয়নসহ দলমত নির্বিষে বহু যুবককে চাকুরিসহ কর্মসংস্থানের সুযোগসহ নানাভাবে সহযোগিতা করেছেন। তাঁকে গ্রেনেট হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হচ্ছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাঁকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হচ্ছে। এসব মামলা ও সাজা মওকুপ করে দ্রুত সময়ের মধ্যে তাঁকে নিঃশর্ত মুক্তির দিতে হবে।’

বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে রয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলায় তাকে মৃতুদণ্ড দেন আদালত। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলাও তিনি ফাঁসির আসামি। জ্ঞাতআয় বহির্ভূত মামলায় তাঁকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। তিনি নেত্রকোণা-৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর