Banglarnetro
Dr. Neem Hakim

আটপাড়ায় প্রয়াত বিএনপি নেতা জহিরুল ইসলামের স্মরণ সভা


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ / ২৮
আটপাড়ায় প্রয়াত বিএনপি নেতা জহিরুল ইসলামের স্মরণ সভা

আটপাড়া প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলাম খান মাজু’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টার দিকে আটপাড়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই দোয়া স্মরণ সভা অনুষ্ঠিত হয় ৷

প্রয়াত বিএনপি নেতার ছেলে, ২০১৯ সালে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি নেতা তৌছিফুল ইসলাম খান এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

স্মরণ সভায় উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা বিএনপির সদস্য সচিব খসরু আহমেদের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, কেন্দুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তৌছিফুল ইসলাম খান প্রমূখ। পরে প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর