বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় জেলা জামায়াতের নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির প্রচার সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আমীর মাও. অধ্যাপক সাদেক আহমদ হারিস, জেলা সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, মাসুম মোস্তফা, নেত্রকোণা পৌর আমীর নিজাম উদ্দিন, সদর উপজেলা আমীর ওয়ালী উল্লাহ, দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, দৈনিক সংগ্রামের সাংবাদিক দিলওয়ার খান, প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন প্রমুখ।
জেলা আমীর বলেন, ১৯৭১ সালে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং রংপুরের শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের আত্মত্যাগ কখনোই ভুলবোনা। যারা এত মায়ের বুক খালি করেছে তাদের শাস্তির দাবি করছি। এই দেশ আমাদের সব সম্প্রদায়ের বসবাস। আমরা সবাই বাংলাদেশি। হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় লোকজনের মন্দির-গির্জা ও বাসা বাড়িতে যাতে কেউ হামলা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :