Banglarnetro
Dr. Neem Hakim

পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ / ২৪
পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
পূর্বধলা প্রতিনিধি: চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার’সহ ৯ দফা দাবি বাস্তবায়নে নেত্রকোণার পূর্বধলায় ছাত্র জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেছে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার  বিকাল ৪টার দিকে বৃষ্টি উপেক্ষা করে পূর্বধলা উপজেলা পরিষদ গেইট থেকে ছাত্র জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা সরকারি কলেজের গেইটে প্রধান সড়কে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিহতের সহপাঠীদের হত্যার বিচার ও দাবি মেনে নিতে বিভিন্ন  শ্লোগানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। এছাড়াও আটক শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
এর আগে, শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের পরে থেকেই স্টেশন এলাকায় আশেপাশে জড়ো হতে থাকেন। কর্মসূচি শুরুর আগেই শহরের প্রধান সড়কে বিজিবি, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। তবে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ কোনো ধরনের বাঁধা দেয়নি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর