বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখা।
শনিবার বিকেলে শহরের মোক্তারপাড়ান্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে শান্তি সমাবেশ করে।
ছাত্ররা সন্ত্রাসী নয়, প্রকৃত সন্ত্রাসীদের খুজেঁ বের করুন,ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশকে রক্ষা করুন এই প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অসীত সরকার সজল,সেক্টর কমান্ডার ফোরাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুজ্জোহা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের নেতা আবুল মনসুর আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কেশব রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।
এ সময় বক্তারা,দেশের এই চলমান সহিংসতায় সাধারণ ছাত্রদের কোনো ভূমিকা নেই বলে দাবী করে বলেন, একটি সুবিধাবাদী রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা এখন দেশের নৈরাজ্য চালাচ্ছে,দেশের উন্নয়ন বাধাঁগ্রস্ত করতে অসহযোগ আন্দোলনের নামে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করছে। এ সময় তারা এসব প্রতিহত করার ঘোষনাও দেন।
আপনার মতামত লিখুন :