কলমাকান্দা প্রতিনিধি. নেত্রকোণার কলমাকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সাড়ে ৯ টার দিকে নাজিরপুর স্মৃতিসৌধে ও সাড়ে ১০টার দিকে লেংগুরা সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে বাদজোহর লেংগুরা জামে মসজিদে ও একই সময়ে স্থানীয় মন্দির-গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমিন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান, কলমাকান্দার ইউএনও আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। এতে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে নাজিরপুরের অদূরে ভারত সীমান্ত সংলগ্ন লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি ১১৭২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের সমাহিত করা হয়। এই দিনটিকে মুক্তিযোদ্ধারা প্রতিবছর ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছেন।
শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, নেত্রকোণার আব্দুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন।
আপনার মতামত লিখুন :