বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান আকঞ্জির বাসা-বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছের ছোট ভাই ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় পৌর সভার বিরিশিরি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে নাজমুল হাসান তার বাড়ির সামনে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। নাজমুল হাসান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুল হাসান জানান, গত বুধবার সন্ধ্যার আগে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছের ছোট ভাই আবদুল ওয়াদুদের নেতৃত্বে নাজমুল হাসানের বাসায় হামলা চালানো হয়। এ সময় নাজমুল হাসানের পাঁচজন সমর্থক আহত হন। হামলাকারীরা বাসার প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। নাজমুল হাসানের অভিযোগ, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে তাকে হয়রানী করছেন। গত বুধবার আবদুল ওয়াদুদের নেতৃত্বে তার বাসায় এই হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি এখন প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। নাজমুল হাসান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে এ ব্যাপারে জানাতে চাইলে অভিযুক্ত আবদুল ওয়াদুদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি উল্টো চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি যেহেতু কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তাই গত বুধবার আমরা কলমাকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছির করেছিলাম। পরে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনকে নিয়ে দুর্গাপুরে একই কর্মসূচি পালন করতে আসা হয়। সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহর প্রদক্ষিণ করে যখন শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে যাওয়া হয় তখন উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসানের নেতৃত্বে লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত আটজন কর্মী-সমর্থক আহত হন। আহতরা এখনও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্কাস আলী বলেন, গত বুধবার সন্ধ্যায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। এ নিয়ে থাকায় কোন পক্ষ এখনো লিখিত অভিযোগ করেনি। চেয়ারম্যানের বাসার সামনে থেকে আটটি মোটরসাইকেল জব্দ করে থানায় রাখা হয়েছে।’
আপনার মতামত লিখুন :