Banglarnetro
Dr. Neem Hakim

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন নেত্রকোণার আবুল কালাম


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ / ৭৯
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন নেত্রকোণার আবুল কালাম

বিশেষ প্রতিনিধি. ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মাসুম আহমেদ ভূঞা, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন, নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম ও রেঞ্জের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মাসিক কাজের অগ্রগতি ও মূল্যায়ন আলোচনার জুন মাসে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য পুরস্কার প্রদান করা হয়।

সভায় ডিআইজি শাহ্ আবিদ হোসেন রেঞ্জের জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম পিপিএম এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুলিশ সুপার জামালপুরের মো.কামরুজ্জামান, নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমদ বিশেষ পুরস্কার ক্যাটাগরি, রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল জামালপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নেত্রকোনা মডেল থানার আবুল কালাম, নেত্রকোনা মডেল থানার পরিদর্শক আনিসুর আশেকীন রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, শ্রেষ্ঠ এসআই ত্রিশাল থানার আব্দুল করিম, শ্রেষ্ঠ এএসআই ভালুকা থানার মো. আল মুনসুর, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী সরিষাবাড়ি থানার এসআই মো. মুর্শিদ আলম, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী এসআই দেওয়ানগঞ্জ থানার মো.মশিউর রহমান ও শ্রেষ্ঠ বিট অফিসার পূর্বধলা থানার এসআই এমদাদুল হক রানা নির্বাচিত হন। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এছাড়াও জঙ্গি অভিযানের জন্য নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়জ আহমেদ পিপিএম (সেবা) বিশেষ পুরস্কার গ্রহণ করেন

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর