Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণার হাওরাঞ্চলে ১৫ হাজার গাছের চারা রোপণ


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ / ৯৯
নেত্রকোণার হাওরাঞ্চলে ১৫ হাজার গাছের চারা রোপণ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার হাওরাঞ্চল হিসেবে খ্যাত উপজেলা মোহনগঞ্জে বুধবার দুপুরে ৫ হাজার গাছের চারা রোপন করা হয়। বজ্রপাত, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হাওরাঞ্চলে শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান। পতিত জায়গাসহ বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপণ করা হয়।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার মদন ও খালিয়াজুরীতে অন্তত ১০ হাজার ১২০ টি গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।

গতকাল বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার পাবলিক হল মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সাজ্জাদুল হাসান। বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুন্দর পরিবেশ ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপন অতি অত্যাবশ্যক।’

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মোহনগঞ্জ পৌরমেয়র ও উপজেলা আওয়ামীল সভাপতি এড. লতিবুর রহমান রতন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগ সম্পাদক শহীদ ইকবাল, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী রুবেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রতন, বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়েজ আহমদ প্লাবন প্রমুখ।

পরে সাজ্জাদুল হাসান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এছাড়া গতকাল মঙ্গলবার মদন-ফতেপুর সড়কের বিভিন্ন জায়গায় সড়কে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন। এর আগের দিন গত সোমবার দুপুরে তিনি খালিয়াজুরীতেও অনুরূপ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
সাজ্জাদুল হাসানের একান্ত সচিব এএইচএম আরিফুল ইসলাম জানান, তিন দিনে নির্বাচনী এলাকার তিন উপজেলায় তিনি অন্তত ১৫ হাজার চারা রোপন ও বিতরণের উদ্যোগ নিয়েছেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর