বিশেষ প্রতিনিধি.নেত্রকোণায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। “ক্ষুদ্রঋণ এবং আত্মকর্মসংস্থান বাস্তবায়ন ও মূল্যায়ন” বিষয়ক ময়মনসিংহ বিভাগের এই আঞ্চলিক কর্মশালা করা হয়।
৯ এপ্রিল (বুধবার) নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে কর্মশালাটি আয়োজন করা হয়। নেত্রকোণা ছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের প্রতিনিধিদের অংশগ্রহণ করেন। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন যুব উন্নয়নের মহাপরিচালক ডঃ কে সাইফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার। কর্মশালার সভাপতিত্ব করেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুজ্জামান।
এছাড়াও অংশগ্রহণকারী জেলাগুলোর সকল উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপ-পরিচালকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :